logo
আপডেট : ২০ এপ্রিল, ২০২১ ১৪:৫৪
অন্যান্য হাসপাতাল থেকে রোগীদের না আসার অনুরোধ
অনলাইন ডেস্ক

অন্যান্য হাসপাতাল থেকে রোগীদের না আসার অনুরোধ

অন্যান্য হাসপাতাল থেকে রোগীদের না আসার অনুরোধ জানিয়েছেন ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার নাসির উদ্দিন। 

আজ সকালে হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। 

তিনি বলেন, ২৪ ঘণ্টায় সকাল ৮টা থেকে আজ ৮টা পর্যন্ত ১৯২ জন রোগী রিপোর্ট করেছে। ৮৩ জন রোগীকে আমরা ভর্তি করেছি। ৩৪ জন রোগীকে আমরা আইসিইউতে নিয়েছি। তারমধ্যে  ৪ জন মারা গিয়েছেন। এই মুহূর্তে ভর্তি আছে ৭৮ জন। এখন পর্যন্ত ৮০ টি আইসিইউ প্রস্তুত আছে। 
তিনি বলেন, যারা বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন তারা যেন এখানে না আসে। আসলে নতুন যারা আক্রান্ত হচ্ছেন তাদের সংকট দেখা দিবে। আপনারা যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানেই নিন। তবে নতুন আক্রান্তরা সেবা পাবেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com