logo
আপডেট : ২০ এপ্রিল, ২০২১ ১৫:০০
করোনাকে জয় করলেন ৭৬ বছর বয়সী আবুল হায়াত
অনলাইন ডেস্ক

করোনাকে জয় করলেন ৭৬ বছর বয়সী আবুল হায়াত

করোনাভাইরাসকে হারিয়ে দিয়ে স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা আবুল হায়াত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৷ আবুল হায়াতের মেয়ে অভিনেত্রী নাতাশা হায়াত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নাতাশা হায়াত বলেন, 'আব্বার রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তিনি আব্বাকে সুস্থ করে দিয়েছেন। এখন আব্বা পুরোপুরি  সুস্থ আছেন। সবাই  দোয়া করবেন।'

গত মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত হন আবুল হায়াত। ৩১ মার্চ তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৬ এপ্রিল হাসপাতাল থেকে বাসায় ফেরেন। বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে চলছিলো তার চিকিৎসা। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com