logo
আপডেট : ২৮ এপ্রিল, ২০২১ ১৮:২৩
রাজধানীর নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন
অনলাইন ডেস্ক

রাজধানীর নবাবগঞ্জে বাস ডিপোতে আগুন

রাজধানীর নবাবগঞ্জের বান্দুরা বাজার বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পুড়েছে বেশ কয়েকটি বাস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

বুধবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎই আগুন লাগে এন মল্লিক পরিবহনের কাউন্টারের পাশে রাখা কয়েকটি বাসে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সবগুলো বাসে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। ততক্ষণে পুড়ে যায় ৯টি বাস। 
আগুনে কাউন্টারের পাশে থাকা পেট্রোলের দোকানে থাকা জাকির নামে একজন দগ্ধ হয়েছেন। তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com