logo
আপডেট : ২০ মে, ২০২১ ০৯:০৭
খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
প্রথম বাংলাদেশ ডেস্ক

খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী বেগম সাহেরা হোসেনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে (২০ মে) রাজধানীর একটি হাসাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় তার ছয় সন্তান হাসপাতালে তার পাশেই ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের ফটোসাংবাদিক বাবুল তালুকদার জানান, বেগম সাহেরা হোসেনের মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার খিরাই পাচুরিয়া গ্রামে স্বামী মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের কবরের পাশে শায়িত তার কবর জিয়ারত ও তার স্থাপিত মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।


এ ছাড়াও পরিবারের পক্ষ থেকে স্থানীয় অসহায় দুস্থ পরিবারগুলোর মাঝে চাল-ডাল, তেল, সাবানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়েছে।

মানিকগঞ্জ-১ আসন থেকে পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন। এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির দুঃসময়ে খোন্দকার দেলোয়ার হোসেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী এ বি এম আনোয়ারুল হকের কাছে হেরে যান। ২০১১ সালে তার মৃত্যু হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com