logo
আপডেট : ২১ মে, ২০২১ ১৮:৪৫
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পদোন্নতি পাওয়া ৪ অতিরিক্ত আইজির শ্রদ্ধা
প্রথম বাংলাদেশ ডেস্ক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পদোন্নতি পাওয়া ৪ অতিরিক্ত আইজির শ্রদ্ধা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২০ মে) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা পরিদর্শন বইয়ে স্বাক্ষরও করেন।

অতিরিক্ত আইজিপি, গ্রেড-২ পদে পদোন্নতিপ্রাপ্ত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. দিদার আহম্মদ, নৌ-পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি এম খুরশীদ হোসেন ও বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম।

গতকাল বুধবার (১৯ মে) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুম শাপলায় পদোন্নতিপ্রাপ্ত চারজন অতিরিক্ত আইজির র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

এর আগে গত সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com