logo
আপডেট : ২৬ মে, ২০২১ ১৫:৪৬
বাংলাদেশে আঘাত হানছে না ইয়াস
অনলাইন ডেস্ক

বাংলাদেশে আঘাত হানছে না ইয়াস

ভারতের ওড়িশায় আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ইয়াস তাণ্ডবে পশ্চিমবঙ্গে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে বাংলাদেশে ঘূর্ণিঝড়টির আঘাত হানার সম্ভাবনা নেই।
বুধবার সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক কাওছার পারভীন।
তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের বাংলাদেশে আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। ঘূর্ণিঝড়টি উপকূলে উঠে যাচ্ছে। উপকূল অতিক্রম শুরু করছে এটি। আমরা এখন ঘোষণা দেব। যা ক্ষয়ক্ষতি হওয়ার ওদিকেই (ভারত অংশে) হবে। বাংলাদেশ একটু প্লাবিত হবে, আর কিছু না। পূর্ণিমা আছে, তার সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩-৬ ফুট অধিক উচ্চতার জোয়ারের পানি প্রবাহিত হতে পারে।
তিনি আরো বলেন, দেশের উপকূলে একটু বাতাস আছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় উপকূলে উঠছে। দুপুর ১২টা নাগাদ একটু বাতাস বাড়বে, কিন্তু ততো বেশি হবে না। বাতাসে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।

 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com