logo
আপডেট : ৩১ মে, ২০২১ ১৬:৩৪
কলাবাগানে নিজ বাসায় মিললো নারী চিকিৎসকের লাশ
নিজস্ব প্রতিবেদক

কলাবাগানে নিজ বাসায় মিললো নারী চিকিৎসকের লাশ


রাজধানীর কলাবাগান এলাকায় নিজ বাসা থেকে কাজী সাবিরা রহমান লিপি (৪৭) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে কলাবাগানের ৫০/১ ফার্স্ট লেন ভবনের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাবিরা গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন।
পুলিশ জানিয়েছে, যে বাসায় ওই চিকিৎসক থাকেন সেখানে আরও দুটি রুম সাবলেট দেওয়া আছে। ওই চিকিৎসকের পিঠে ও গলায় জখমের চিহ্ন আছে। ডা. সাবেরা ওই ফ্ল্যাটে নিজের কক্ষে একাই থাকতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে থানায় নেওয়া হচ্ছে।
রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশনার এইচএম আজিমুল হক জানান, খবর পেয়ে কলাবাগান থানা ও রমনা পুলিশের গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। সেখানে কাজ করছে সিআইডির ফরেনসিক বিভাগও।
তিনি জানান, প্রাথমিক আলমত দেখে মনে হচ্ছে ওই চিকিৎসককে হত্যা করা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com