logo
আপডেট : ৪ জুন, ২০২১ ১৫:২২
চট্টগ্রামে ৮ হাজার লিটার চোরাই তেলসহ একজন আটক
প্রথম বাংলাদেশ ডেস্ক

চট্টগ্রামে ৮ হাজার লিটার চোরাই তেলসহ একজন আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অভিযান চালিয়ে আট হাজার লিটার চোরাই তেলসহ আব্দুর শুক্কুর ওরফে বাল্লা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাহমিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আব্দুর শুক্কুর ওই এলাকার বাসিন্দা মৃত মো. আলীর ছেলে।

র‌্যাব জানায়, কর্ণফুলী থানা এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ তেল ক্রয়-বিক্রয়ের জন্য মজুত করা হয়েছে—এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে ওই ব্যক্তির বাড়ি থেকে প্রায় ৮ হাজার লিটার চোরাই তেল জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) জাগো নিউজকে বলেন, ‘আট হাজার লিটার চোরাই তেলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই তেলের ব্যবসা করার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।’


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com