logo
আপডেট : ২৯ জুন, ২০২১ ১২:০৫
‘লকডাউনে’ বন্ধ উবার-পাঠাও
প্রথম বাংলাদেশ ডেস্ক

‘লকডাউনে’ বন্ধ উবার-পাঠাও

ফাইল ছবি

দেশের জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপস ‘উবার’ ও ‘পাঠাও’ বন্ধ রয়েছে। এছাড়া এ সংক্রান্ত অন্যান্য অ্যাপসও বন্ধ রয়েছে।

চলতি মাসের শুরুতেই রাজধানীর রাইড শেয়ারিং সার্ভিস ‘উবার’ সিএনজিচালিত অটোরিকশা অন্তর্ভুক্ত করলেও কিছুদিন পরই তা বন্ধ করে দেয়। আর এর আগে থেকে সহজ রাইড শেয়ারিং বন্ধ। ফলে বিভিন্ন জায়গায় যাতায়াতকারীদের সমস্যায় পড়তে হচ্ছে।

তবে উবার তার সেবা বন্ধ করলেও গ্রাহকদের কিছু জানায়নি। গাড়ির জন্য অ্যাপস চালু করলে শুধু মটো-ডেলিভারি দেখাচ্ছে। কিন্তু তা খুবই সীমিত। কনফার্ম করতে গেলেই ‘নট অ্যাভেলঅ্যাবল’ লেখা আসছে।

পাঠাও থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান লকডাউনে বিআরটিএ-এর জারিকৃত নির্দেশনা অনুযায়ী ‘পাঠাও’-এর রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত থাকবে।

তবে এ সময়ে পাঠাও ডিজিটালের অন্যান্য ব্যবসায়িক সেবা কার্যক্রম চালু থাকবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

করোনাভাইরাস মোকাবিলায় সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলারও আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com