logo
আপডেট : ২১ অক্টোবর, ২০২১ ১৩:১৭
মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড
নিজস্ব প্রতিবেদক

মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে লাগা আগুন ১২টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের চেষ্টায় ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com