logo
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১ ২১:২৯
সামরিক অভ্যুত্থানের পর সুদানে জরুরি অবস্থা জারি
অনলাইন ডেস্ক

সামরিক অভ্যুত্থানের পর সুদানে জরুরি অবস্থা জারি

সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান সোমবার সুদানে জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি সার্বভৌম পরিষদ এবং অন্তর্র্বতীকালীন সরকারও ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২৫ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জরুরী অবস্থা জারির পর সাধারণ নাগরিকদের মাঝে এক চাপা উদ্বেগ-উৎকন্ঠা পরিলক্ষিত হয়। এসময় ও একদল বিক্ষোভকারীকে টায়ারে আগুন জ্বালিয়ে রাজপথে প্রতিবন্ধকতা তৈরি করতে দেখা গেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com