logo
আপডেট : ৩ অক্টোবর, ২০২৫ ০০:০০
একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক

একাদশে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে এই জয় সহজে আসেনি। হঠাৎ ব্যাটিং ধসের কারণে সহজ জয়টা এসেছে কঠিন করে। আজ মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে এই ম্যাচে টসভাগ্যে জিতেছে জাকের আলী। টসে জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আগে বোলিং করবে বাংলাদেশ।

 
 

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও তানজিম হাসান নেই আজ। তাদের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com