আজকের তরুণ ও মেধাবীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে বিএনপি ৩১ দফা দিয়েছে। আমি আশা করছি, দেশে এলে সামনাসামনি শিক্ষা এবং দেশকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কথা বলতে পারব।
গতকাল শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলা বলেছিলেন– ‘শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র’। বিভিন্ন দেশে অবস্থানকারী বাংলাদেশের মেধাবীরা নিজের দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তোমরাও দেশের জন্য চেষ্টা করবে। তোমরা আমাকে বন্ধু, ভাই যা-ই মনে করো, তোমাদের কাছে একটিই অনুরোধ– লেখাপড়া, লেখাপড়া এবং লেখাপড়া।
তারেক রহমান বলেন, জ্ঞান, বুদ্ধি, মেধা ও যোগ্যতার প্রতিযোগিতা চলছে সর্বত্র। শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে শিক্ষার মাধ্যমেই হবে। মেধা সহজাত হলেও এর সঠিক পরিচর্যা দরকার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। উপস্থিত ছিলেন চেয়ারপারনের উপদেষ্টা আবদুস সালাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন, প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রমুখ।
বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ওপর সম্প্রতি পাকুন্দিয়ার খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন ৮০টির বেশি স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে। বিজয়ী ৬০ শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ২৫ হাজার টাকা, দ্বিতীয় ১৫ হাজার, তৃতীয় ১০ হাজার ও চতুর্থ পুরস্কার ৫ হাজার টাকা করে দেওয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারপ্রাপ্ত তিনটি স্কুলকে এক লাখ টাকা করে দেওয়া হয়।