একমাত্র খেলাধুলাই পারে মাদকমুক্ত বাংলাদেশ গড়তে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। যুবকরা আজ সোস্যাল মিডিয়া ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই যুব সমাজকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।
আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন মাদকাসক্ত হয়ে জীবনের মূলধারা থেকে বিচ্যুত না হয়, সে লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে তাদের উৎসাহিত করতে এই উদ্যোগটি গ্রহণ করেছে নরসিংদী জেলার শিবপুরের মাদক বিরোধী একটি টিম।
এরই ধারাবাহিকতায় দুলালপুর ইউনিয়ন দরগাবন্দ, জয়নগর হাজী নোয়াব আলী ভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়, চরখুপি প্রাইমারি স্কুল মাঠ, দত্তের গা হিন্দু পাড়া, দক্ষিন সাধারচর স্কুল / দক্ষিন সাধারচর, পালগার-টেক চক্রধা, খরিয়া স্কুল মাঠ, ভিটিপাড়া, যোশর ইউনিয়ন শরিফপুর মাঠ, খরিয়া ঈদগাহ মাঠ, সাতপাড়া স্কুল মাঠ, মজলিশপুর স্কুল মাঠ, গিলাবের মাঠ, চাদপাশা, দরিপুরা, বিলশরণ, জামনগর, নাউহালা স্কুল মাঠ, ঠাকুরবাগ মাঠ, কানাহোটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর সাধারচর, পচারবাড়ি মাঠ, চালিতাকান্দি স্কুল মাঠ, সামান্দা ঈদগাহ মাঠ, সফুরিয়া স্কুল, কুমড়াদি মাদ্রাসা মাঠ, ব্রাহ্মন্দিন পূর্বপাড়া, জয়মংল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পুরাতন আটাশিয়া মাঠ, ধানুয়া মাঠ সহ আরো অনেক স্থানে ফুটবল ও জার্সি বিতরণ করেছে টিমটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাদক মুক্ত বাংলাদেশে গড়তে তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত ধাকবে।