logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৫ ১৬:২০
নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি: রিজভী
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে বড় ধরনের কোনো সংকট না হলে সরকার নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বিএনপি।

আজ শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের সরদার পাড়া জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এ দেশের গণমানুষের নেতা তারেক রহমানের মায়ের অবস্থা আজ গুরুতর অসুস্থ। সবকিছু বিবেচনা করে তিনি যথা সময়ে দেশে ফিরবেন।

‎বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া শেষে একটি মাদ্রাসায় সদকায় জারিয়া হিসেবে তিনটি ছাগল বিতরণ করা হয়। ‎এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com