logo
আপডেট : ৭ জানুয়ারি, ২০২৬ ২২:১৫
নরসিংদীতে কম্বিং অপারেশন: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ শীর্ষ সন্ত্রাসী দুইজন গ্রেপ্তার
সুরুজ মিয়া, (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীতে কম্বিং অপারেশন: অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ শীর্ষ সন্ত্রাসী দুইজন গ্রেপ্তার

.


আজ বুধবার (৭ডিসেম্বর) দিনব্যাপী এ অভিযানে সায়দাবাদ এলাকার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত জালাল ও ইকবালকে পাড়াতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় বাঁশগাড়ি ও পাড়াতলী এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কম্বিং অপারেশনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা। অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) মো. বায়জিদ বিন মনসুর, রায়পুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষসহ আর্মি, পুলিশ সহ যৌথবাহিনীর একাধিক টিম।

প্রশাসন সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত কম্বিং অপারেশন পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রায়পুরায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com