logo
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১১:২৮
‘মাদুরোকে হত্যাচেষ্টায় জড়িত নয় যুক্তরাষ্ট্র’
প্রথম বাংলাদেশ ডেস্ক

‘মাদুরোকে হত্যাচেষ্টায় জড়িত নয় যুক্তরাষ্ট্র’

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যাচেষ্টায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেন, ‘ওই ঘটনায় যুক্তরাষ্ট্র সরকার মোটেই জড়িত নয় বরং এটা ভেনিজুয়েলা সরকারের সাজানো নাটক হতে পারে।’

রবিবার রাতে ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির সামরিক বাহিনীর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বক্তৃতা দেয়ার সময় মাদুরোকে লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। তবে এ ঘটনায় মাদুরো অক্ষত থাকেন।

হামলার বিষয়টি নিশ্চিত করে ভেনিজুয়েলার যোগাযোগমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেছিলেন, মাদুরোকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এতে সাত সেনাসদস্য আহত হন। হামলার পর মাদুরো বলেন, আমাকে হত্যাচেষ্টা করা হয়েছে। কিন্তু শত্রুরা সফল হয়নি।

বিষয়টির জন্য ভেনিজুয়েলা প্রশাসন কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। তবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তা অস্বীকার করে বলেছে, এ ধরনের কোনো প্রচেষ্টা সঙ্গে কলম্বিয়া জড়িত নয়। পরে বিষয়টি অস্বীকার করে বার্তা দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com