logo
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১৪:৪৩
ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অর্থসাহায্য
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের নজিরবিহীন অর্থসাহায্য

যেকোনো সময়েই ইসরায়েলের পাশে থাকে যুক্তরাষ্ট্র। ভালো বা মন্দ কিছুই ভেবে না দেখেই ইসরায়েলের সঙ্গে অন্ধ বন্ধুত্ব বজায় রেখেছে মার্কিন প্রশাসন। এবার সেই বন্ধুত্বের মাত্রা আরও বাড়তে চলেছে। ইসরায়েলের জন্য নজিরবিহীন অর্থসাহায্যের প্রস্তাব পাশ করছে যুক্তরাষ্ট্র।

নতুন এই প্রস্তাব পাশ হলে ইসরায়েলকে দেয়া মার্কিন সাহায্যের পরিমাণ দাঁড়াবে ৩ শত ৮০ কোটি ডলারে। এটি বাস্তবায়ন হলে ইসরায়েল বসবাস করা প্রতিটি ইহুদি পরিবার বছরে ২৩ হাজার ডলার করে পাবে। মার্কিন গণমাধ্যম মিন্টপ্রেস এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। আর তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব গণমাধ্যম।

মিন্টপ্রেস এর প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের বুধবারে মার্কিন সিনেটে এই সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ওই বিলটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক সামরিক চুক্তি সম্পর্কিত নতুন ওই বিলটির নাম 'ইউনাইটেড স্টেটস-ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথোরাইজেশন অ্যাক্ট অব-২০১৮'। এই বিল কার্যকর হলে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ বেড়ে ৩ শত ৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। একই সঙ্গে ইসরায়েলের পরিবার পিছু ২৩ হাজার ডলার করে পাবে।

এরআগেও দুই দেশের মধ্যে এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল। যেখানে ইসরায়েলের ক্ষেপনাস্ত্র প্রকল্পে যুক্তরাষ্ট্র ৫০ কোটি ডলার সাহায্যের আশ্বাস দিয়েছিল। এছাড়া ইসরায়েলে মার্কিন অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার জন্য ১০০ ডলার বরাদ্দ করেছিল ওয়াশিংটন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com