logo
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১৪:৪৯
শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ
নিজস্ব প্রতিবেদক

শাহজালালে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থেকে ৯ কেজি ৩২০ গ্রাম ওজনের ৮০টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।

সোমবার সকাল ৭টায় কাতার থেকে আগত কিউআর ৬৪০ উড়োজাহাজ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দাদের কাছে খবর ছিল, কিউআর ৬৪০ বিমান যোগে স্বর্ণ চোরাচালান হবে এবং তা ক্লিনারের মাধ্যমে বিমানবন্দর থেকে বের করা হবে।

সে মোতাবেক বিমান পরিষ্কার করে নেমে যাওয়ার পর ক্লিনারদের শরীর ,জুতা ইত্যাদি তল্লাশি করেও কোনো স্বর্ণ না পেয়ে বিমানের ভেতর তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলোর সন্ধান পাওয়া যায়।

এ সব স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৪ কোটি ৬৬ লাখ টাকা।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com