logo
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১৪:৫২
আলোকচিত্রী শহিদুল আলমকে আটক করেছে ডিবি পুলিশ
নিজস্ব প্রতিবেদক

আলোকচিত্রী শহিদুল আলমকে আটক করেছে ডিবি পুলিশ

আলোকচিত্রী শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হবার পর শুরু হওয়া আন্দোলনের মধ্যে গুজব ও অপপ্রচারের অভিযোগ ওঠার পর রোববার রাতে তাকে আটকের পর রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এরআগে রোববার রাতে ধানমণ্ডির বাসা থেকে শহিদুলকে অপহরণ করা হয় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। তিনি বলেন, গতকাল (রোববার) ধানমণ্ডির ৯/এ সড়কের বাসার চারতলা থেকে শহিদুলকে ধরে নিয়ে গেছে ডিবি পরিচয়ে একদল লোক।

রেহনুমা জানান, তারা ধানমণ্ডি থানায় অভিযোগ জানিয়েছেন। পুলিশ এসে ঘটনাস্থল দেখে গেছে। 
তিনি আরও জানান, চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে শহিদুল আলম সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com