logo
আপডেট : ৬ আগস্ট, ২০১৮ ১৬:০০
ঢাবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, কাঁদানে গ্যাস
নিজস্ব প্রতিবেদক

ঢাবিতে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, কাঁদানে গ্যাস

নিরাপদ সড়কের দাবিতে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যানারে মিছিলটি বের হলেও এতে বাম সংগঠনের নেতাকর্মীদেরও দেখা গেছে।

বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহাবাগের দিকে অগ্রসর হয়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এ রিপোর্ট লেখার সময় (সোয়া তিনটা) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা চারকলার সামনে অবস্থান নেয়।

অপরদিকে পুলিশ অবস্থান নিয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে।

এ দিকে ছাত্রলীগ রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com