রাজধানীর নিউমার্কেট থানার অপহরণের একটি মামলায় অন্নপূর্ণা ওয়েল মিলস ব্র্যান্ডের সুরেশ সরিষার তেলের মালিক সুধীর চন্দ্র সাহাকে কারাগারে পাঠিয়েছে ঢাকা সিএমএম আদালত।
সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. সাইফুজ্জামান হিরো এ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে গত ১০ জুলাই এই আসামি হাইকোর্টে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করলে চার সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করে হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট জামিনের মেয়াদের চার সপ্তাহের মধ্যে আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেয়।
হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সোমবার এই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। কিন্তু সৈকত সাহা নামে এক আসামির স্বীকারোক্তিতে তার নাম আসায় এবং ওই স্বীকারোক্তিতে অপহরণের চেষ্টার বিষয়টি এই আসামির নির্দেশনায় হয়েছে মর্মে উল্লেখ থাকায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে।
জনৈক সৈকত পাল গত ১২ জুন রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা অপহরণের চেষ্টার এই মামলায় অভিযোগ করেন, ওইদিন রাত ৯টা ৪৫ মিনিটের দিকে আসামি অনিক দাস বাপ্পি তাকে মোবাইলে ফোন করে কথা আছে বলে নিউমার্কেটের ১নং গেটে যেতে বলেন। সরল বিশ্বাসে তিনি সেখানে গেলে আসামি মো. সোহেল ভুইয়া, জুয়েল মৃধা, মো. সোহাগ, আনিক দাস বাপ্পি, বিল্টন ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে দেখতে পান। বাদী সেখানে পৌঁছানোর পর আসামিদের সাথে থাকা একটি সিলভার রংয়ের মাইক্রোবাসে তাকে মারধর করে আসামিরা তাকে জোর করে তোলার চেষ্টা করে। ওই সময় রাস্তায় জ্যাম থাকায় এবং বাদী ডাকচিৎকার দিলে আসামি অনিক দাস বাপ্পি ও বিল্টন এবং আজ্ঞাতনামারা আসামিরা দৌড়ে পালিয়ে যায় এবং অপর আসামিরা ধরা পড়েন। এই অভিযোগে বাদী মামলার করার পর পুলিশি তদন্তে সৈকত সাহা নাকে একজন আসামি গ্রেপ্তার হন। তিনি ওই অপহরণের চেষ্টার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। যেখানে অপহরণের পরিকল্পনাকারী হিসেবে আসামি সুধীর চন্দ্র সাহা ও জনৈক ঠাকুর দাস সাহার নাম আসে।