logo
আপডেট : ৭ আগস্ট, ২০১৮ ১৭:২১
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী

এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক হবে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত থাকবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বৈঠকে সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

গত ২৯ জুলাই বাসচাপায় রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত ও ১১ জন আহত হওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় সম্পর্কে গত রোববার (৫ আগস্ট) রাজধানীর সব সরকারি এবং বেসরকারি স্কুল ও কলেজের প্রধানদের সঙ্গে বৈঠক করেছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ওই বৈঠকে শিক্ষার্থীদের রাস্তায় নামা বন্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দিয়েছিলেন তিনি।

শিক্ষামন্ত্রীর সঙ্গে দুই দফা বৈঠকে রাজধানীর ২৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ৬১৪ জন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক অংশ নেন। এর মধ্যে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছিলেন ১৫০ জন, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছিলেন ১০৮ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ছিলেন ৩৫৬ জন।

গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর রাজধানীতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সোমবার রাজধানীতে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের কঠোর অবস্থানের মধ্যে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com