logo
আপডেট : ৭ আগস্ট, ২০১৮ ২০:৩০
ইসরায়েলি বিমান হামলায় হামাসের ২ সদস্য নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইসরায়েলি বিমান হামলায় হামাসের ২ সদস্য নিহত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের দুই সদস্য নিহত হয়েছেন।

হামাসের সামরিক বিভাগ ইজ্জেদ্দিন আল কাসসাম ব্রিগেড মঙ্গলবার এক বিবৃতিতে নিজেদের দুই যোদ্ধা ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে স্বীকার জানিয়েছেন। নিহতরা হলেন, আহমেদ মুরজান এবং আব্দুল হাফিজ আল সিলাউয়ি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। এদিকে, ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে ফিলিস্তিনি একাধিক সূত্র জানিয়েছে। যদিও তারা ট্যাংকের গোলার আঘাতে নিহত হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে।

গাজার উত্তর অংশ থেকে থেকে রকেট ছোঁড়ার জবাবে হামাসের অবস্থানে হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল এক বিবৃতিতে জানিয়েছে। পার্সট্যুডে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com