logo
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১১:৪৬
১৮ বছর পর একসঙ্গে সালমান-রাভিনা
নিজস্ব প্রতিবেদক

১৮ বছর পর একসঙ্গে সালমান-রাভিনা

বলিউড অভিনেত্রী রাভিনা টেন্ডন ১৯৯১ সালে ‘পাত্থর কে ফুল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রে সালমান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। তারপর অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকা।

২০০০ সালে ‘কাহি পেয়ার না হো যায়ে’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে অভিনয় করেন সালমান-রাভিনা। এরপর কেটে গেছে ১৮ বছর। দীর্ঘ এ বিরতির পর আবারো একসঙ্গে হাজির হবেন তারা।  

ভারতীয় একটি সংবাদমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, এবার কোনো চলচ্চিত্রে নয় বরং টেলিভিশন শো ‘দশ কা দম’-এ একসঙ্গে হাজির হবেন সালমান-রাভিনা। এই অনুষ্ঠানে একজন তারকা অতিথি উপস্থাপকের সঙ্গে একটি গেমে অংশ নিয়ে থাকেন। আর তারকা অতিথি হিসেবেই এতে উপস্থিত থাকবেন রাভিনা। 

রাভিনা টেন্ডন বলেন, “আমি মনে করি, মানুষের জীবনের প্রত্যেকটি পর্যায়ে বন্ধু থাকে। সেই বন্ধু বেশি ভাগ্যবান যে প্রতিটি পর্যায়ে থাকে। সালমান খান আমার তেমনি একজন বন্ধু। সে ‘গোল্ডেন হার্ট’-এর একজন মানুষ, যে সবসময় আমার পাশে ছিল। সত্যি আমি তাকে ভালোবাসি।”


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com