logo
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১১:৪৯
শাহজালালে ২২ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক
নিজস্ব প্রতিবেদক

শাহজালালে ২২ স্বর্ণের বারসহ ভারতীয় নাগরিক আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি স্বর্ণের বারসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। তার নাম আনতাজ আয়াজ আহমেদ। ৪৬ বছর বয়স আনতাজ কলকাতার বাসিন্দা।

বুধবার দিবাগত রাত একটার দিকে তাকে এসব স্বর্ণসহ আটক করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এএসপি তারেক আহমেদ জানান, রাতে কাস্টমসের লোকজন ভারতীয় ওই নাগরিককে স্বর্ণসহ আটক করেছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

জানা গেছে, বুধবার দিবাগত রাত একটার দিকে ব্যাংকক থেকে আসা থাই এয়ারলাইনসের টিজি৩৩৯ ফ্লাইটে বিমানবন্দরে আসেন আনতাজ। গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। পরে তার কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় ২২টি স্বর্ণের বার পাওয়া যায়।

১২ কেজি ৩০০ গ্রাম ওজনের এসব স্বর্ণের বাজারমূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা বলে জানা গেছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com