logo
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮ ১৪:০৯
বাজার ইজারা নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
প্রথম বাংলাদেশ ডেস্ক

বাজার ইজারা নিয়ে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মান্নান সিকদার (৩৬) নামে একজন নিহত হয়েছেন। সোমবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে রোববার বিকালেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওই বাজারের ২০টি দোকান ও কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

নিহত মান্নান ইউনিয়নের রাধানগর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল ফকির পক্ষের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা আকতারুজ্জামান তিতাসের পক্ষের আগে থেকেই বিরোধ ছিল। এর মধ্যে কৃষ্ণপুর বাজারের ইজারাকে কেন্দ্র করে রোববার বিকালে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সময় অন্তত ২০ দোকান ও বাজার সংলগ্ন কয়েকটি বাড়িঘরে ভাঙচুর করা হয়। এ ঘটনার জেরে সোমবার ভোরে উভয় পক্ষ ফের সংঘর্ষে লিপ্ত হলে একজন নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com