চলতি বছরের মার্চে যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার কন্যাকে নার্ভ এজেন্ট প্রয়োগ করে হত্যাচেষ্টায় রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র। বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ কথা জানিয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চে সের্গেই স্ক্রিপাল ও তার মেয়েকে সলসবুরি শহরের বেঞ্চে অচেতন অবস্থায় পাওয়া যায়। নভিচক নার্ভ এজেন্ট ব্যবহারের কারণে তারা মারাত্মক অসুস্থ হয়ে যান। কিন্তু কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তারা সুস্থ হয়ে ওঠেন।
যুক্তরাজ্য সরকার তাদের অনুসন্ধানের পর এ ঘটনায় রাশিয়াকে দায়ী করে। কিন্তু রুশ সরকার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে। গতকাল বুধবার এ ঘটনায় রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিথার নওরেট বলেন, রাশিয়া রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। তারা তাদের নিজ দেশের নাগরিকদের বিরুদ্ধে এ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছে।
যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সলসবুরির রাস্তায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে রাশিয়া পরিষ্কারভাবে উত্তেজক ও বেপরোয়া আচরণের বার্তা দিয়েছে।
রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আগামী ২২ আগস্ট থেকে কার্যকর হবে। ইলেকট্রনিক উপাদান ও প্রযুক্তির পণ্য রপ্তানির ওপর এ নিষেধাজ্ঞা আরোপ হবে বলে খবরে বলা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী ৯০ দিনের মধ্যে রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা না দিলে আরও কঠোর আইনি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
এক সপ্তাহের ব্যবধানে ইরান এবং রাশিয়ার ওপর ভিন্ন ভিন্ন কারণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এছাড়া চীনা পণ্যের ওপর নতুন করে শুল্কারোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প সরকার। ইরানের সঙ্গে পরমাণু চু্ক্তি থেকে বের হয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের ঘনিষ্ট মিত্রদের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে যু্ক্তরাষ্ট্রের।
ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক দ্বন্দ্বে জড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শেষ পর্যন্ত এসবের ফল কী হবে তা এখনই বলতে পারছেন না বিশেষজ্ঞরা।