logo
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১৪:৪৯
মিরপুরে ৫ কেজি হেরোইনসহ মাদকব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক

মিরপুরে ৫ কেজি হেরোইনসহ মাদকব্যবসায়ী আটক

রাজধানীর মিরপুরের দারুসসালাম থেকে ৫ কেজি হেরোইনসহ মো. নিজাম নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বুধবার দিনগত রাতে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান আয়োাজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে মাদকব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে গতরাতে রাতে অভিযানটি চালানো হয়।

নিজামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বিষয়ে ডিসি মাসুদুর রহমান বলেন, নিজাম ভারত ও পাকিস্তান থেকে হেরোইনের বড় চালান চাপাইনবাবগঞ্জ দিয়ে ঢাকায় আনে। ঢাকায় আনার পর বিভিন্ন স্থানে সরবরাহ করতো। ঢাকায় তার ক্রেতা কে কে আমরা তা জানার চেষ্টা করছি। মাদক ছাড়াও নিজাম অস্ত্র ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছে।

আটক নিজামকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও জানান তিনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com