logo
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১৫:৩৭
সচিব হলেন নাসির উদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক

সচিব হলেন নাসির উদ্দিন আহমেদ

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

এর আগে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। নতুন আদেশে তাকে আগের কর্মস্থলে সচিব হিসেবে পদায়ন করা হয়।

নাসির উদ্দিন বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থাকার সময় গত বছরের ৩১ ডিসেম্বর একই মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ পান নাসির উদ্দিন। গত ১৫ মার্চ তথ্য মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে নেয়া হয়।

তিনি ১৯৬০ সালে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

সচিব হচ্ছেন কোনো মন্ত্রণালয় বা বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা। বর্তমানে প্রশাসনে ৭৮ জন সিনিয়র সচিব, সচিব ও ভারপ্রাপ্ত সচিব রয়েছেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com