logo
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ১৮:৩১
ইয়েমেনে শিশুদের স্কুলবাসে সৌদির হামলায় নিহত ৪৩
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইয়েমেনে শিশুদের স্কুলবাসে সৌদির হামলায় নিহত ৪৩

য়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশে শিশুদের বহনকারী একটি স্কুলবাসে সৌদি-আমিরাত জোটের বিমান হামলার অভিযোগ এনেছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৪৩ বেসামরিক নাগরিক নিহত এবং ৬১ জনেরও বেশি আহত হয়েছেন। খবর আল জাজিরার।

সা’দা প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ঘানি নায়েব বার্তা সংস্থা রয়টার্সকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইয়েমেনে রেডক্রস কমিটির প্রধান জোহানস ব্রোয়ের এক টুইট বার্তায় জানিয়েছেন, নিহতদের বেশিরভাগ ১০ বছরের নিচে শিশু।

একাধিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি সীমান্ত সংলগ্ন হুতি নিয়ন্ত্রিত সা’দা প্রদেশের দাহইয়ান শহরের কাছে একটি ব্যস্ত বাজারে এই হামলার ঘটনা ঘটে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শিশুরা কোরআন শিখতে যাওয়ার সময় বাসটি বোমা হামলার কবলে পড়ে।

আল জাজিরা নিরপেক্ষভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে সক্ষম হয়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক কয়েকটি মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সে লক্ষ্য অর্জন করতে পারেনি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com