logo
আপডেট : ৯ আগস্ট, ২০১৮ ২১:১৭
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের কার্যকরী ভূমিকা প্রয়োজন
নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের কার্যকরী ভূমিকা প্রয়োজন

রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথকে দ্রুত কার্যকরী ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে মিয়ানমার চুক্তি করলেও কাঙ্খিত দৃশ্যমান অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি।

বৃহস্পতিবার বিকেলে বিরোধী দলীয় নেতার সংসদ ভবনস্থ কার্যালয়ে কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

কমনওয়েলথের মহাসচিব এ প্রসঙ্গে বলেন, রোহিঙ্গা ইস্যু কমনওয়েলথের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে মিয়ানমার থেকে পালিয়ে আসা বিপন্ন রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দিয়ে বাংলাদেশ সমগ্র পৃথিবীর কাছে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। কমনওয়েলথ মানবিক সনদে যেটা বলা হয়েছে, তা মানলে এ সংকট সমাধানের পথ সহজ হবে।

তিনি আরও বলেন, শিক্ষা, কমনওয়েলথ অভিবাসন, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন, সুশাসনসহ নানাবিধ বিষয় নিয়ে কাজ করছে। এসব অবশ্যই ইতিবাচক। এর বাইরে নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সদস্য রাষ্ট্রগুলো উপকৃত হতে পারে।

দশম জাতীয় সংসদ কার্যকর করে তুলতে বিরোধী দলের ভূমিকার প্রশংসা করে কমনওয়েলথ এর মহাসচিব বলেন, গণতন্ত্রকে সমুন্নত রাখতে নির্বাচনের কোন বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে সকল দলের অংশগ্রহণে শক্তিশালী ও কার্যকর সংসদ গঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রশ্নের উত্তরে বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় পার্টি অতীতে সব প্রতিকূলতার মাঝেও জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে। আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্যও জাতীয় পার্টি প্রস্তুত। দেশ ও জাতির স্বার্থে সংসদীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রাখা জরুরি এবং এক্ষেত্রে অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, ফখরুল ইমাম এমপি, বিরোধী দলীয় হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, নূরে-হাসনা-লিলি চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি প্রমুখ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com