আপডেট : ১০ আগস্ট, ২০১৮ ১৯:১০
কানাডায় গুলিতে চারজন নিহত
প্রথম বাংলাদেশ ডেস্ক
কানাডার পূর্বাঞ্চলের শহর নিউ ব্রাঞ্চউইকের ফ্রেডারিকটনে অতর্কিত গুলিতে চারজন নিহত হয়েছে।
দেশটির পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে বলে বিবিসির খবরে প্রকাশ।
পুলিশ বলছে, আবাসিক ওই এলাকায় বন্দুকের গুলিতে বেশ কয়েকজন মারা গেছে।
সেখানকার বাসিন্দাদের ঘরের বাইরে না যেতে এমনকি ঘরের দরজা-জানালা বন্ধ করে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে তারা।
স্থানী এক টিভি সাংবাদিক বিবিসিকে জানান, তিনি স্থানীয় সময় সাতটায় চারটি গুলির শব্দ শুনেছেন।