logo
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ১১:০৫
ইয়েমেনের স্কুলবাসে সৌদি হামলা, তদন্ত চায় নিরাপত্তা পরিষদ
প্রথম বাংলাদেশ ডেস্ক

ইয়েমেনের স্কুলবাসে সৌদি হামলা, তদন্ত চায় নিরাপত্তা পরিষদ

বৃহস্পতিবার ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে একটি স্কুলবাসের সৌদির বিমান হামলায় অর্ধশতাধিক নিহতের ঘটনায় সঠিক তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভয়াবহ এ বিমান হামলার ‘বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ’ তদন্তের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলায় ৫০ জন নিহত এবং ৭৭ জন আহত হয়। তাদের বেশিরভাগই শিশু।  ইয়েমেনের আল-মাসিরা টিভি জানিয়েছে, হতাহতরা বাসে করে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করতে যাচ্ছিল।

নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে জাতিসংঘে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত ক্যারেন পিয়ের্স বলেছেন, ‘পরিষদের সদস্য দেশগুলো ইয়েমেনে সৌদি হামলার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব দেশ স্কুলবাসে সৌদি বিমান হামলার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে।’

বৈঠকের শুরুতে জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে সৌদি আরবের ওই পাশবিক বিমান হামলা সম্পর্কে অবহিত করেন।

পিয়ের্স আরও বলেন, ইয়েমেনের স্কুলবাসে সৌদি বিমান হামলার ব্যাপারে কীভাবে সবচেয়ে ভালো উপায়ে তদন্ত সম্পন্ন করা যায় সেজন্য নিরাপত্তা পরিষদ এখন জাতিসংঘসহ অন্যদের সঙ্গে পরামর্শ করবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com