logo
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ১২:০৬
বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস বৃহস্পতিবার শুরু
নিজস্ব প্রতিবেদক

বিআইডব্লিউটিসির বিশেষ স্টিমার সার্ভিস বৃহস্পতিবার শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রীয় নৌযান সংস্থা বিআইডব্লিউটিসির বিশেষ সার্ভিস শুরু হবে আগামী ১৬ আগস্ট। অপরদিকে বেসরকারি নৌযানের বিশেষ সার্ভিস শুরু হবে ১৯ আগস্ট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন এবার বিশেষ ঈদ সার্ভিসে বিআইডব্লিউটিসির ৬টি স্টিমার নিয়োজিত থাকবে। এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এছাড়া বিশেষ ঈদ সার্ভিস চলাকালে প্রতিদিন বেসরকারি ১৮টি লঞ্চ ঢাকা-বরিশাল রুটে যাত্রী পরিবহন করবে।

বিআইডব্লিউটিসি জানিয়েছে, তাদের বিশেষ ঈদ সার্ভিস আগামী ১৬ থেকে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। বিশেষ সার্ভিসের জন্য সংস্থার ৫টি জাহাজ- পিএস লেপচা, পিএস মাহসুদ, পিএস অস্টিচ, এমভি মধুমতি ও এমভি বাঙ্গালী প্রস্তুত রয়েছে। এছাড়া পিএস টার্ন ডকইয়ার্ডে মেরামত হচ্ছে। ঈদের আগে ১৬ ও ২০ আগস্ট ঢাকা থেকে বরিশালের উদ্দেশে এবং ২৫ আগস্ট বরিশাল থেকে ঢাকার উদ্দেশে দুটি জাহাজ ছাড়বে।

অপরদিকে ঢাকা-বরিশাল নৌরুটে বিশেষ সার্ভিস চলাকালে ঈদের আগে ঢাকা থেকে প্রতিদিন ১৮টি লঞ্চ ছেড়ে যাবে। এছাড়া বরিশাল থেকে ঈদ-পরবর্তী ৭ দিন একই সংখ্যক লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com