logo
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ১৫:২২
ঈদে থাকছেন অপু বিশ্বাস
প্রথম বাংলাদেশ ডেস্ক

ঈদে থাকছেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস প্রতি ঈদেই হাজির হন নতুন সিনেমা নিয়ে। গেল ঈদে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘পাঙ্কু জামাই’ সিনেমাটি। ঈদুল আজহায় ঘটবে ব্যতিক্রম। অপু বিশ্বাস এই ঈদেও থাকছেন , তবে বড় পর্দায় না, ছোট পর্দায়। ছোট পর্দার একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন তিনি।

জানা গেছে, ‘উৎসব আনন্দে প্রিয় মুখের সাথে’ নামের একটি ঈদ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন অপু বিশ্বাস। এতে আরও থাকবেন ফেরদৌস, নিপুণ ও নিরব। অনুষ্ঠানে তারকাদের শৈশব, এখনকার ঈদ এবং সিনেমা ক্যারিয়ার নিয়ে বিস্তারিত বিষয় উঠে আসবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ মৌটুসি বিশ্বাস। সম্প্রতি অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ঈদের দিন বিকাল পাঁচটায় বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনের পর্দায় প্রচার হবে এটি।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com