দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এ কারণে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, গত ৫ আগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহের কারণে আমরা অনেক ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছি। ট্রাফিক আইন প্রয়োগের কারণে সড়কে শৃঙ্খলায় অগ্রগতি হয়েছে। শৃঙ্খলা আরও টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। চলমান এ অভিযান আর ওবেগবান করতে ট্রাফিক সপ্তাহ আরও তিনদিন (১২-১৪ আগস্ট) বর্ধিত করার ঘোষণা করছি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আইন অমান্যকারীদের ব্যক্তি-পেশা না দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থীদের বার্তাও একই ছিল। আমরা কোমলমতি এই শিশুদের বার্তা অন্তরে ধারণ করেছি। আইন অমান্যকারী যে পেশা, যে শ্রেণিরই হোক না কেন আইন ভঙ্গ করলে ব্যবস্থা নেবোই।
ট্রাফিক সপ্তাহের ৬ দিনে ঢাকায় ৫২ হাজার ৪১৭টি যানবাহন ও ১১ হাজার ৪০৫ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ফিটনেস ও নিবন্ধনের কাগজ ঠিক না থাকায় ৫ হাজার ৫৭২টি যানবাহনকে ডাম্পিং-রেকারিং করা হয়েছে। ৩ কোটি টাকার রাজস্ব (জরিমানা) আদায় করা হয়েছে।
এর আগে রোববার থেকে সারাদেশে ৭ দিনব্যাপী ট্রাফিক সপ্তাহ শুরু হয়। শনিবার ট্রাফিক সপ্তাহ শেষ হওয়ার কথা ছিল।