logo
আপডেট : ১১ আগস্ট, ২০১৮ ১৭:১৮
দেব-অঙ্কুশ নয় কলকাতার মেয়েদের ক্রাশ রোশান!
প্রথম বাংলাদেশ ডেস্ক

দেব-অঙ্কুশ নয় কলকাতার মেয়েদের ক্রাশ রোশান!

 ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক জিয়াউল রোশান। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘রক্ত’ সিনেমার মাধ্যমে রুপালি জগতে নাম লেখান তিনি। এরপর মুক্তি পায় তার যৌথ প্রযোজনার ‘ধ্যাততেরিকি’।

এছাড়া দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলার ‘ককপিট’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ সিনেমাটির মুক্তির পর থেকেই রোশানের প্রতি আগ্রহ বাড়তে থাকে ওপার বাংলার। দেব কিংবা অঙ্কুশ নয় এখন কলকাতার মেয়েদের আল্টিমেট ক্রাশ রোশান। এমনটাই বলা হয়েছে কলকাতার একটি সংবাদমাধ্যমে।

এতে আরো বলা হয়, রোশানের সমস্ত আপডেটই তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পাওয়া যায় ঠিকই তবে তার ব্যক্তিগত তথ্য জানতে বেশ উদগ্রীব ইয়াং জেনারেশন। রোশানের গার্লফ্রেন্ড কে, হবি কী,  অবসর সময়ে এ অভিনেতা কী করেন এগুলো নিয়েও তার ভক্তদের মধ্যে কৌতূহলের শেষ নেই। 

রোশান অভিনীত ‘বেপরোয়া’ সিনেমাটি আসছে ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পাচ্ছে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় রোশানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা রাজা চন্দ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com