logo
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ১৩:৫৬
জেদ্দায় দূতাবাস নির্মাণে জমি কিনল বাংলাদেশ
প্রথম বাংলাদেশ ডেস্ক

জেদ্দায় দূতাবাস নির্মাণে জমি কিনল বাংলাদেশ

সৌদি আরবের জেদ্দায় ভাড়া বাড়ি থেকে বর্তমান দূতাবাস সরিয়ে নিতে জমি কিনেছে বাংলাদেশ। ১০ হাজার ৩০০ বর্গমিটারের জমিটি বাগদাদিয়া জেলার মূল সড়কের পাশে অবস্থিত। জেদ্দাসহ সৌদি আরবের সব শহর থেকেই সেখানে যাতায়াত সহজ হবে।

শনিবার এই জমি ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয় বলে সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটের খবরে বলা হয়েছে।

বাগদাদিয়ার এমন একটি স্থানে জায়গা কেনা হয়েছে যেখান থেকে জেদ্দা আবাসিক এলাকা এবং আশপাশের মূল রোড ও মহাসড়কে সহজে যাতায়াত করা যাবে। এতে কনস্যুলেটে সেবা নিতে আসা ব্যক্তিদের যাতায়াতের ভোগান্তিও অনেক কম হবে।

জমি ক্রয়ের চুক্তি সইয়ের পর বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার সৌদি আরবের বাংলাদেশি কমিউনিটির মধ্যে সেবার পরিধি বাড়াতে চায়। এই সাইটটি বাংলাদেশের সঙ্গে সৌদির সম্পর্ক বৃদ্ধির প্রতীক।

তিনি জানান, বাংলাদেশ সরকার খুব দ্রুত ভবনের নকশা করবে। নতুন এই কনস্যুলেট ভবন বাংলাদেশি স্থাপত্যশৈলীতে নির্মিত হবে। এক বছরের মধ্যেই কাজ শুরু হবে বলেও জানান তিনি।

রাষ্ট্রদূত আরো জানান, ক্রয়কৃত জমিতে বিভিন্ন সুবিধা সম্বলিত একাধিক ভবন নির্মাণ করা হবে। এর মাধ্যমে আগের চেয়ে সৌদিতে থাকা বাংলাদেশি এবং বাংলাদেশে যেতে চাওয়া সৌদি নাগরিকদের আরো ভালো সেবা দেয়া যাবে।

জেদ্দায় বাংলাদেশের কনস্যাল জেনারেল এফএম বোরহান উদ্দিন, অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শামসুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আইন) জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com