logo
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ১৫:০৩
বাংলাদেশকে ২০০ টন খেজুর দিল সৌদি সরকার
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে ২০০ টন খেজুর দিল সৌদি সরকার

বাংলাদেশের গরীব মানুষের মধ্যে বিতরণের জন্য ২০০ টন খেজুর দিয়েছে সৌদি সরকার।

রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল সৌদি দূতাবাসের ডেপুটি কাউন্সিলর সায়েদ আল গাতানির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এ খেজুর গ্রহণ করেন।

রমজানের আগে বাংলাদেশেকে প্রতি বছর খেজুর দিয়ে থাকে সৌদি সরকার। গত বছর ৫০ টন খেজুর দিয়েছিল দেশটি।

অনুষ্ঠানে শাহ কামাল বলেন, ‘প্রতি বছর রমজানের আগে খেজুর দেয়া হলেও এবার পরে দেয়া হচ্ছে। আমাদের দেশের মানুষ রমজানে খেজুরকে পবিত্র খাবার হিসেবে গ্রহণ করেন। আশা করছি আগামীতে রমজানের আগে খেজুর দেয়া হবে।’

উপহার হিসেবে খেজুর দেয়ার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে সচিব বলেন, ‘আশা করি এ সহযোগিতা অব্যাহত থাকবে।’

ডেপুটি কাউন্সিলর বলেন, ‘খেজুর উৎপাদন, প্যাকেট করাসহ বিভিন্ন কাজের জন্য এবার দেরিতে খেজুর বিতরণ করা হচ্ছে। আশা করছি আগামীতে রমজানের আগে আমরা খেজুর দিতে পারব।’

এ সময় সৌদি সরকার এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com