logo
আপডেট : ১২ আগস্ট, ২০১৮ ২০:৫২
পর্নো দেখিয়ে হোস্টেলের তরুণীকে ধর্ষণ
প্রথম বাংলাদেশ ডেস্ক

পর্নো দেখিয়ে হোস্টেলের তরুণীকে ধর্ষণ

ভারতের মধ্যপ্রদেশের ভোপালে একটি বেসরকারি হোস্টেল পরিচালকের বিরুদ্ধে এবার ধর্ষণের অভিযোগ এনেছে চতুর্থ নারী।

গত সপ্তাহে ২০ বছর বয়সী মূক-বধির এক তরুণীকে আটকে রেখে টানা ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছিল হোস্টেলের ওই পরিচালকের বিরুদ্ধে।

তার অভিযোগ দায়েরের দুই দিনের মধ্যেই একই অভিযোগ আনেন ওই হোস্টেলের আরও দুই নারী। বুধবার রাতে পরিচালক অশ্বিনী শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইন্দোর পুলিশকে চতুর্থ নারীও ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, 'আমাকে বন্দি করে রাখা হয়েছিল। জোর করে আমায় পর্নো ফিল্ম দেখানো হত। টানা ৬ মাস ধরে আমাকে  ধর্ষণ করা হয়েছে।' ধর্ষকের চাহিদা মেটাতে না পারলে তার ওপর অকথ্য অত্যাচার চালানো হত বলেও অভিযোগ করেছেন ওই নারী।

আধপুরির ক্রিস্টাল আইডিয়াল সিটিতে অশ্বিনী কুমার যে চারজন মেয়ের ওপর অত্যাচার চালাত, তারই একজন ধার জেলার ২৩ বছরের মেয়েটি। তার জবানবন্দি শুনে তাক লেগে গেছে পুলিশ কর্মকর্তাদের। এদিকে এই বিষয়টি নিয়েও শুরু হয়ে গেছে রাজনীতি।

কংগ্রেসের দাবি, অভিযুক্ত বিজেপির সঙ্গে খুবই ঘনিষ্ঠ। শুক্রবার একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেসের তরফে বলা হয়, 'অশ্বিনী শর্মা আরএসএস-এর কর্মী। তিনি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের আশীর্বাদধন্য।'

ভিডিওটিতে শিবরাজ সিং চৌহানকে প্রণাম করতে দেখা গিয়েছে অশ্বিনী কুমারকে।  প্রতি মাসে রাজ্যের সমস্ত নারী হোস্টেলে নজরদারির নির্দেশ দিয়েছে সরকার। 


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com