logo
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮ ০৯:৩৫
ঢাকায় রাতের ট্রাক কেড়ে নিল সেবিকার জীবন
প্রথম বাংলাদেশ ডেস্ক

ঢাকায় রাতের ট্রাক কেড়ে নিল সেবিকার জীবন

রাজধানীর ধানমন্ডি এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদা আক্তার (৩৫) নামে এক সেবিকা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ধানমন্ডির শেখ জামাল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় রোজিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. জামাল হোসেন জাগো নিউজকে জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল। ঢাকায় পরিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন। মগবাজার ইস্কাটনে একটি ক্লিনিকের সেবিকা হিসেবে কাজ করতেন তার স্ত্রী মাসুদা আক্তার।

পুলিশের ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্‌ মিরাজ উদ্দীন বলেন, মাসুদা এক আত্মীয়কে রিকশায় করে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেসময় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

‌'ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মাসুদার আত্মীয় ও রিকশাচালক আশঙ্কামুক্ত রয়েছে-' বলেন এসআই ।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com