পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, কোরবানির জন্য নির্দিষ্ট হাটের ভেতরে থেকে পশু ক্রয়-বিক্রয় করতে হবে। হাটের বাইরে কোনো পশু রাখা যাবে না এবং ক্রয়-বিক্রয়ও করা যাবে না।
তিনি বলেন, রাস্তায় যাতে পশুবাহী ট্রাকে কোনো ধরনের চাঁদাবাজি না হয় এ জন্য পুলিশ তৎপর রয়েছে।
সোমবার পুলিশ সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মহাসড়কেও যেন ফিটনেসবিহীন গাড়ি চলতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে নসিমন, করিমনের মতো গাড়ি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তারপরও যদি এ ধরনের যানবাহন সড়কে চলাচল করে তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ঈদের সময় বেশির ভাগ মানুষ গ্রামের বাড়ি যায়। বাসা খালি থাকে। এ সময় চুরি-ডাকাতি হয়। এসব রোধে সজাগ থাকতে পুলিশ সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।