রাজধানীর মতো মহাসড়কেও ফিটনেসহীন যানবাহন ঠেকানোর ঘোষণা দিয়েছেন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি। বলেছেন, লাইসেন্স ছাড়া চালক স্টিয়ারিংয়ে বসতে পারবেন না।
সোমবার পুলিশ সদরপ্তরে এক বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি।
আগামী ২২ আগস্ট ঈদুল আযহাকে সামনে রেখে নগরবাসীর বাড়ি ফেরা শুরু হলো বলে। ঈদের আগের তিন দিন শুরু হবে জনস্রোত।
প্রতি বছরই যাত্রীচাপ বাড়লে মহাসড়কে ফিটনেসহীন যানবাহনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। কিন্তু পর্যাপ্ত যানবাহনের যেখানে অভাব, সেখানে পুলিশ এই বিষয়টি নিয়ে খুব বেশি তৎপর এমনটি দেখা যায়নি।
তবে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন।
আইজিপি বলেন, ‘ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে পুলিশ কাজে করে যাচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি চলতে পারবে না ও লাইসেন্সবিহীন কোনো চালক সড়ক মহাসড়কে গাড়ি চালাতে পারবে না।’
নৌপথে অতিরিক্ত যাত্রী ঠেকানোর কথাও বলেন পুলিশ প্রধান। বলেন, ‘অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করতে পারবে না। এ জন্য নৌপুলিশকে প্রতিটি লঞ্চের ভিডিও ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে।’
ঈদুল আজহার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, ‘কোরবানির পশুর হাট শুরু হওয়া থেকে শুরু করে ঈদুল আজহা উদযাপন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কোরবানির পশুবাহী ট্রাক যেন নির্বিঘ্নে হাটে আসতে পারে সেই লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে।’
কোরবানির পশুর চামড়া ভারতে পাচার নিয়েও সতর্ক করেন আইজিপি। বলেন, ‘চামড়া পাচার রোধে সবাইকে হুঁশিয়ার করেছি। কোনোভাবেই যেন চামড়া দেশের বাহিরে পাচার না হতে পারে। এ বিষয়ে পুলিশ কঠোর নজরদারি রাখবে।’