logo
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮ ১৩:২৬
তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯
প্রথম বাংলাদেশ ডেস্ক

তাইওয়ানে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত ৯

তাইওয়ানের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত এবং ১৫ জনেরও বেশি আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

সোমবার ভোরের দিকে নিউ তাইপে শহরের ওয়েইফু হাসপাতালের সপ্তম তলার একটি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। তবে হাসপাতালে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগার পরপরই ওই হাসপাতাল থেকে ৩৩ জন রোগী এবং তিনজন কর্মীকে সরিয়ে নেওয়া হয়।

কীভাবে ওই হাসপাতালে আগুন লাগলো, সে বিষয়ে কর্তৃপক্ষ স্পষ্ট কিছু না বললেও স্থানীয় পত্রিকাগুলো ওয়ার্ডের বেডের সঙ্গে থাকা বৈদ্যুতিক সংযোগে গোলযোগের কথা বলেছে।

এর আগে ২০১২ সালে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১২ রোগী নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছিলেন।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com