logo
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮ ১৪:১১
কয়লা চুরির মামলার তদন্ত শেষ পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক

কয়লা চুরির মামলার তদন্ত শেষ পর্যায়ে

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির মামলার তদন্ত শেষ পর্যায়ে। আমাদের কর্মকর্তারা সেখানে গেছেন, কথা বলেছেন, কাজ করছেন। শিগগিরই আদালতে এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

সোমবার দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফ.এম বেতারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা শেষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বাংলাদেশে স্বীকৃত এফএম বেতার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com