রাজধানীর আব্দুল্লাহপুর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ। এসময় তাদের হেফাজত থেকে দুটি চাপাতি, ৯৬টি ডেটোনেটর, ১০টি ব্যাটারি ও বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।
রোববার রাতে পৌনে ৯টায় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মহিবুল ইসলাম (২২), মোজাম্মেল হক ওরফে বিল্লাল (৩৪), শামীম আহাম্মদ (২৭) ও দেলোয়ার হোসেন (৩৭)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। তারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির আদর্শ প্রচার করে আসছিল। তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও জননিরাপত্তা বিঘ্নিতকরণসহ ধ্বংসাত্মক কর্যকলাপ করার উদ্দেশ্যে উল্লেখিত বোমা তৈরির সরঞ্জাম নিজ হেফাজতে রাখে।
গ্রেফতারদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হয়েছে। তাদেরকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।