logo
আপডেট : ১৩ আগস্ট, ২০১৮ ১৮:০৯
রাজীবের মৃত্যুর মামলায় প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর
নিজস্ব প্রতিবেদক

রাজীবের মৃত্যুর মামলায় প্রতিবেদন ২৬ সেপ্টেম্বর

দুই বাসের রেষারেষিতে হাত হারানো তিতুমীর কলেজের স্নাতক বর্ষের ছাত্র রাজীব হোসেনের মৃত্যুর মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৬ সেপ্টেম্বর ঠিক করে আদালত।

সোমবার পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ নতুন তারিখ ঠিক করেন।

এ মামলায় গ্রেপ্তার বিআরটিসি বাসের চালক মো. ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের বাসের চালক মো. খোরশেদ (৫০) বর্তমানে কারাগারে রয়েছেন।

আসামিদের গত ৫ এপ্রিল ২ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত ৮ এপ্রিল আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। পরে ৩দফা জামিনের আবেদন করা হলেওতা নামঞ্জুর হয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

পথচারীরা দ্রুত তাকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। পরে গত ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।

মামলাটি প্রথম দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৮(ক) ধারায় দায়ের করা হয়। পরে রাজিব মারা যাওয়ায় ধারা পরিবর্তন করে দ-বিধির ৩০৪(ক) অর্ন্তভূক্ত করা হয়।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com