logo
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৮ ১৭:৩৯
মূল হোতাদের তথ্য প্রকাশে আরও সময় চেয়েছে ফিলিপাইন
নিজস্ব প্রতিবেদক

মূল হোতাদের তথ্য প্রকাশে আরও সময় চেয়েছে ফিলিপাইন

ফেডারেল রিজার্ভ সিস্টেম থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনার মূল হোতাদের তথ্য প্রকাশে আরও সময় চেয়েছে ফিলিপাইন কেন্দ্রীয় ব্যাংক ও সে দেশের সরকার। তবে চুরি হওয়া পুরো অর্থই ফেরত পাওয়া যাবে বলে বাংলাদেশ ব্যাংককে আবারও আশ্বস্ত করা হয়েছে। এর অংশ হিসেবে ৭২ লাখ ডলার খুব শিগগিরই ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দুটি দল প্রায় এক সপ্তাহের ফিলিপাইন সফর শেষে সোমবার রাতে ঢাকায় ফিরেছে। সেখানে তারা ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক, অ্যান্টি মানি লন্ডারিং সংস্থা ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সঙ্গে রিজার্ভ চুরি বিষয়ে আলাপ-আলোচনা করেছেন। আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং পুরো অর্থই ফেরত আসবে বলে বাংলাদেশকে আশ্বস্ত করা হয়েছে। দু-এক দিনের মধ্যেই এই সফরের অগ্রগতির বিষয়ে সংবাদ সম্মেলন করবে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অগ্রগতি নিশ্চয়ই আছে। তবে ফিলিপাইনফেরত প্রতিনিধি দলটি আমাকে এখনো বিস্তারিত জানায়নি।’ আর বিএফআইইউর প্রধান দেবপ্রসাদ দেবনাথ বলেন, ‘এই সফরে ইতিবাচক অগ্রগতি হয়েছে। আমরা চুরি অর্থের পুরোটাই ফেরত পাব। তবে এতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হবে।’ এদিকে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, রিজার্ভ চুরির মূল হোতাদের সম্পর্কিত তথ্য প্রকাশে ফিলিপাইন আরও কিছুটা সময় চেয়েছে। এমনকি বাংলাদেশ ব্যাংকের কেউ জড়িত রয়েছে কিনা, এ নিয়ে দেশটির কেন্দ্রীয় ব্যাংক আবারও প্রশ্ন তুলেছে। জড়িত থাকলে তাদের সম্পর্কিত তথ্যও জানতে চেয়েছে দেশটি। তবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের কোনো তথ্য প্রদান করা হয়নি। উল্টো আন্তর্জাতিক হ্যাকার চক্রের যারা জড়িত তাদের ব্যাপারে তথ্য চেয়েছে বাংলাদেশ। এদের ব্যাপারে তথ্য প্রকাশে এর আগেও সময় নিয়েছিল ফিলিপাইন। এদিকে চুরি হওয়া রিজার্ভের একটা বড় অংশ চীনের ক্যাসিনো জাংকেটে খরচ করা হয়েছে এমন তথ্যও বাংলাদেশ ও ফিলিপাইনের গোয়েন্দাদের হাতে এসেছে। এজন্য ঘটনা তদন্তে এবং জড়িতদের তথ্য জানতে চীন সরকারের সহায়তা চেয়েছে বাংলাদেশ। দেশটি বাংলাদেশ ব্যাংককে সহায়তা দিতেও সম্মত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সঙ্গে চীনের যে দুজন হ্যাকারের যুক্ত থাকার তথ্য বেরিয়েছে তা ভালোভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া বাকি হ্যাকারদের তথ্য পেতে এবং


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com