logo
আপডেট : ১৪ আগস্ট, ২০১৮ ১৫:২৬
গাড়ি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকার চেষ্টায় যুবক আটক
প্রথম বাংলাদেশ ডেস্ক

গাড়ি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকার চেষ্টায় যুবক আটক

কঠোর নিরাপত্তা চৌকি ভেদ করে প্রাইভেটকার নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ঢুকার চেষ্টার সময় এক যুবককে আটক করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

তবে দ্রুত গতির গাড়িটি আটকাতে গিয়ে থামানোর সময় সেখানে থাকা কয়েকজন পথচারী আহত হয়েছেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশকে উদ্ধৃত করে বিবিসি মঙ্গলবার জানায়, ওই ঘটনায় পুরুষ চালককে আটক করা হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া প্রত্যক্ষদর্শীদের তোলা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে ঘটনাস্থলে বেশ কটি পুলিশের গাড়ি অবস্থান করছে। এছাড়া আশপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।


প্রকাশক/সম্পাদক: আবুল হারিস রিকাবদার
প্রকাশক ও সম্পাদক কর্তৃক প্রথম বাংলাদেশ/শিবপুর, নরসিংদী থেকে প্রকাশিত
ফোনঃ বার্তা-০১৭০০-০০০০০০, বিজ্ঞাপন-০১৯০০-০০০০০০, ই-মেইলঃ prothombangladeshnews@gmail.com